টেলিগ্রামের সিইও-র গ্রেপ্তার নিয়ে যা বললেন মাক্রোঁ
ফ্রান্সে গ্রেপ্তার হওয়া টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরভকে নিয়ে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, টেলিগ্রামের সিইও পাভেল দুরোভকে ফরাসি নাগরিকত্ব দেওয়ার বিষয়টিতে কোনো ভুল ছিল না। বস্তুত, পাভেল জন্মগতভাবে রাশিয়ার নাগরিক। কিন্তু তার কাজের জন্য ফ্রান্স তাকে ফরাসি নাগরিকত্ব দিয়েছিল।
গত শনিবার ফ্রান্স থেকে গ্রেপ্তার করা হয় জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেলকে। তার বিরুদ্ধে অভিযোগ, টেলিগ্রাম মেসেজিং অ্যাপটি তার কনটেন্ট বা বিষয়ের দিকে খেয়াল রাখছে না। ওই অ্যাপের মাধ্যমে অসুরক্ষিত এবং অপরাধমূলক বার্তা চালাচালি হচ্ছে। সাইবার ক্রাইম এবং অপরাধমূলক আইনে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ফরাসি আদালত অবশ্য তাকে ৫০ লাখ ইউরোর বন্ডে জামিন দিয়েছে। শর্ত হলো সপ্তাহে দু'বার স্থানীয় থানায় গিয়ে তাকে হাজিরা দিতে হবে। ফ্রান্স ছাড়তে পারবেন না তিনি।
মাঁক্রো জানিয়েছেন, ''যারা ফরাসি ভাষা রপ্ত করে নিতে পারেন এবং কাজের জগতে বিশেষ অবদান রাখতে পারেন, তাদের ফরাসি নাগরিকত্ব দেয়া হয়। পাভেলের ক্ষেত্রেও তা-ই ঘটেছে। ফলে এখন যারা তাকে নাগরিকত্ব দেয়া নিয়ে প্রশ্ন তুলছেন, আমি তাদের সঙ্গে সহমত নই।''
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পাভেলের আইনজীবী জানিয়েছেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে। ইউরোপীয় ইউনিয়নের সমস্ত নিয়ম মেনেই টেলিগ্রাম চালানো হয়। ফলে আইনের কোথাও কোনো লঙ্ঘন হয়নি।
পাভেলের দাবি, তিনি ফ্রান্সে গিয়েছিলেন মাক্রোঁর সঙ্গে দেখা করতে। তবে মাক্রোঁ জানিয়েছেন, পাভেলকে এমন কোনো আমন্ত্রণ ফরাসি প্রেসিডেন্টের অফিস থেকে দেয়া হয়নি। একইসঙ্গে তার বক্তব্য, পাভেলকে গ্রেপ্তারের বিষয়টি দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার স্বাধীন সিদ্ধান্ত।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস