আত্মগোপন নয় গ্রেপ্তার হোন
দলের নেতাদের নির্দেশ ইমরান খানের
টানা এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। কারাগারে বন্দি থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগও আইনিভাবে মোকাবিলা করছেন তিনি। আর এবার আন্ডারগ্রাউন্ডে থাকা পিটিআইয়ের নেতাদের দিয়েছেন তেমনই আদেশ। আত্মগোপন থেকে বেরিয়ে সাহস করে তাদের গ্রেপ্তার হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে- গত বুধবার আদিয়ালা কারাগারে বক্তব্য দেওয়ার সময় ইমরান বলেন, তিনি নিজেই কারাগারে রয়েছেন এবং বাকি নেতাদেরও (কারাগারে থাকার বিষয়ে) ভয় পাওয়া বন্ধ করা উচিত।
আরও পড়ুন:
৬০০ দিন পর কারামুক্ত কাশ্মীরের সাংবাদিক
গত বছরের ৯ মে ইমরানকে গ্রেপ্তারের জেরে ব্যাপক সহিংসতার পর থেকে মুরাদ সাইদসহ অনেক পিটিআই নেতা এখনো আত্মগোপনে আছেন। মূলত গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন ৭১ বছর বয়সী ইমরান খান। এর মধ্যে কয়েকটি মামলায় তার কারাদণ্ড হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েক ডজন মামলা চলছে। সব মামলা থেকে জামিন এবং দণ্ড স্থগিত করে এখনই তার জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম।
সহিংসতা এবং সামরিক স্থাপনায় হামলায় জড়িত থাকার অভিযোগে শত শত পিটিআই কর্মী এবং সিনিয়র নেতাদের কারাগারে বন্দি রাখা হয়।
আরও পড়ুন:
প্রথম নারী বিচারপতির মৃত্যু