কবিরহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট ২০২৪, ২০:১১
শেয়ার :
কবিরহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করল বিএনপি

বিএনপির সহপল্লী উন্নয়ন সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের নেতৃত্বে দলের নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর কবিরহাট উপজেলার তিনটি ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার নরোত্তমপুর, সুন্দলপুর ও বাটইয়া ইউনিয়নে প্রায় এক হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে ছিল, চাল, ডাল, স্যালাইন, পানি ও শুকনো খাবার।

এ সময় জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি, উপজেলা বিএনপি আহ্বায়ক কামাল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপি আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্যসচিব মো. খোকন, উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন ও আবুল হোসেনসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসবেক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।