পশ্চিম তীরে অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি জাতিসংঘের আহ্বান
অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এই অভিযান ইতোমধ্যেই 'বিস্ফোরণন্মুখ পরিস্থিতিকে' আরও উসকে দিচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
এমন পরিস্থিতিতে পশ্চিম তীরে অভিযান নতুন করে পরিস্থিতি উত্তপ্ত করতে পারে। ইসরায়েলের কথিত 'সন্ত্রাস বিরোধী অভিযান' বুধবার রাত থেকে শুরু হয়, যাতে অন্তত ৯ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
একটি মসজিদে আশ্রয় নেওয়া 'পাঁচ সন্ত্রাসীকে' হত্যার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। বিবিসি জানায়, জেনিনসহ কয়েকটি শহরে এখন অভিযান চলছে।
জেনিনের টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা বন্ধ বলে জানিয়েছে ফিলিস্তিনি টেলিযোগাযোগ সংস্থা জাওয়াল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস