টিপু মুনশির ৮ দিনের রিমান্ড আবেদন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ৮ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বাড্ডা থানার পুলিশ এ রিমান্ড আবেদন করে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এ রিমান্ড শুনানি হবে।
টিপু মুনশিকে রাখা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য জানান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে টিপু মুনশিকে। তাকে আদালতে তোলা হবে।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গুলশান-১-এর ১২৩ নম্বর রোডের এম অ্যান্ড জে গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে টিপু মুনশিকে আটক করে র্যাব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও শ্রমিক নিহতের ঘটনায় ঢাকার বাইরে গাজীপুর ও রংপুরে হত্যা মামলা রয়েছে টিপু মুনশির বিরুদ্ধে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?