জাপার চুন্নুর বিরুদ্ধে কিশোরগঞ্জে ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৪, ২১:৩৩
শেয়ার :
জাপার চুন্নুর বিরুদ্ধে কিশোরগঞ্জে ঝাড়ু মিছিল

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু ও আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক এম সানাউল হকের বিরুদ্ধে কিশোরগঞ্জের করিমগঞ্জে আবারও ঝাড়ু ও জুতা মিছিল করেছে পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। পরে কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।

আজ বুধবার বিকেলে পৌর বিএনপির আয়োজনে মিছিলটি কলেজ মোড় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাজারের পাটমহালস্থ পৌর বিএনপির কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে দুপুরে উপজেলার বিভিন্ন জায়গা থেকে জুতা ও ঝাড়ু হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে কলেজ মোড়ে জড়ো হতে থাকে বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দেওয়ার অভিযোগ এনে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে অন্তর্বতীকালীন সরকারের প্রতি দাবি জানান বিক্ষোব্ধ নেতাকর্মীরা।

সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন সরকারের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম (ভিপি সুমন), সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রুনু দরবারী, শ্রম বিষয়ক সম্পাদক বাবুল দেওয়ান, করিমগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রাশেদ আল রশিদ প্রমুখ।