আরেক জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল
মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের কাছে জিম্মি থাকা আরেক বন্দিকে উদ্ধার করেছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ‘গাজার দক্ষিণাঞ্চলে একটি জটিল অভিযানের’ সময় তারা ৫২ বছর বয়সী কায়েদ ফারহান আলকাদিকে খুঁজে পেয়েছে। সামরিক বাহিনী তাকে একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার করার কথা জানালেও বিস্তারিত আর কিছু জানায়নি।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
ইসরায়েল মঙ্গলবার বলেছে, তারা গত অক্টোবরে ইসরায়েলে হামাসের মর্মান্তিক হামলায় আটক ২৫০ জন জিম্মির মধ্যে আরও একজনকে উদ্ধার করেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আলকাদি নামের ওই ইসরায়েলিকে দেশটির সংখ্যালঘু আরব বেদুইন সম্প্রদায়ের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।তিনি কিব্বুটজ ম্যাগেনের একটি প্যাকিং কারখানায় প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
কিব্বুটজ ম্যাগেন ৭ অক্টোবরে হামলার শিকার হওয়া বেশ কয়েকটি কৃষক সম্প্রদায়ের মধ্যে একটি। তার স্ত্রী দুজন এবং তিনি ১১ সন্তানের জনক।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইসরায়েল জানিয়েছে , ‘তার শারিরিক অবস্থা স্থিতিশীল এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।’ইসরায়েলের চ্যানেল টুয়েল্ভে দেখানো হয়েছে, আলকাদিকে উদ্ধারের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা হাসপাতালের ভেতর দিয়ে দৌড়ে যাচ্ছেন।