উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হবে: জাপা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৪, ১৭:০২
শেয়ার :
উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হবে: জাপা চেয়ারম্যান

উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ বুধবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

জাপা চেয়ারম্যানের বাসায় আজ সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স শিলা পিলাই ও নবনিযুক্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিশেল লী এবং নেদারল্যান্ডসের ডিসিএম থাইস হুডস্ট্র, পলিটিক্যাল ও প্রেস অফিসার মিজ নামিয়া আক্তার। সৌজন্য সাক্ষাতে তারা জাপা চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এ সময় জি এম কাদের বলেন, উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হবে।

পরে কূটনীতিকরা মধ্যাহ্নভোজে অংশ নেন। তারা জাপা চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের ও মাসরুর মওলা উপস্থিত ছিলেন।