ভারতে পাচারকালে ২৩ কোটি টাকার সাপের বিষ জব্দ
ভারতে পাচারকালে দিনাজপুরের বিরামপুর সীমান্তে ২৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
আজ বুধবার ভোরে উপজেলার কাটলা ইউনিয়নের গোবিন্দপুর সীমান্ত এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাপের বিষের মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. নাহিদ নেওয়াজ।
বিজিবি সূত্রে জানা গেছে, দাউদপুর সীমান্তের গোবিন্দপুর এলাকায় মেইন ২৮৯/৪৬-এস হতে পিলারের আনুমানিক ১০ গজ বাংলাদেশ অভ্যান্তর দিয়ে অবৈধভাবে সাপের বিষ ভারতে পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্য পাই। বুধবার রাত আনুমানিক ৩টা সময় সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দাউদপুর বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামান নেতৃত্ব দেন। পরে, ঘটনাস্থল থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় সাপের বিষ ভর্তি ২টি কাঁচের জার উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে আশা করে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. নাহিদ নেওয়াজ বলেন, ‘ভারতে অবৈধভাবে পাচারের সময় দাউদপুর সীমান্ত এলাকা থেকে সাপের বিষ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকা।’