লন্ডনের নটিং হিল কার্নিভালে ছুরি হামলা, গ্রেপ্তার ৩ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৪, ২০:৫১
শেয়ার :
লন্ডনের নটিং হিল কার্নিভালে ছুরি হামলা, গ্রেপ্তার ৩ শতাধিক

বিশ্বের অন্যতম বৃহত্তম পথউৎসব লন্ডনের নটিং হিল কার্নিভালে ছুরিকাঘাতে আহত হয়েছেন অন্তত আটজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

ইউরোপের সবচেয়ে বড় পথ উৎসব নটিং হিল কার্নিভাল। তিনদিন ধরে চলে এই উৎসব। ব্রিটিশ আফ্রো-ক্যারিবয়ানি সংস্কৃতি ফুটে ওঠে উৎসবটিতে। এ বছরের উৎসবের শেষ দিন ঘটেছে ছুরিকাঘাতের ঘটনা। গতকাল সোমবার রাতে লন্ডন মেট্রপলিটন পুলিশ জানায়, অন্তত পাঁচজন ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এর আগে রবিবার তিনজন ছুরির আঘাতে আহত হন। তাদের মধ্যে একজন মা ও শিশুও আছে। মায়ের অবস্থা আশঙ্কাজনক। 

এই ঘটনায় অন্তত ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরপর অভিযান চালিয়ে ৩৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রবিবার ১০৪ জনকে ও সোমবার ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ৪৯ জনের কাছে ছিল বিভিন্ন ধারালো অস্ত্র। 

এর আগে গত বছর এই উৎসবে আটটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছিল। সেবার ২৭৫ জনকে গ্রেপ্তার করা হয়।