প্রধান উপদেষ্টার কার্যালয়ের ডিজি বদল

নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৪, ২০:০১
শেয়ার :
প্রধান উপদেষ্টার কার্যালয়ের ডিজি বদল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। আর আগের ডিজিকে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা অতিরিক্ত সচিব মো. আবু সাঈদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ডিজি করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি নাফিউল হাসানকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।