মুসলমানদের রাজ্য দখল করতে দেবো না: আসামের মুখ্যমন্ত্রী
বাংলাভাষী মুসলিমদের রাজ্য দখল করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ মঙ্গলবার বিধানসভায় দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, `আমি একপাক্ষিক কথাই বলবো। আপনারা কী করতে পারবেন? মুসলিমদের কোনোভাবেই আসাম দখল করতে দেবো না।‘ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
তার এই বক্তব্যের প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিরোধী দল কংগ্রেস। তবে নিজের বক্তব্য চালিয়ে যান শর্মা। তিনি বলেন, `আপনারা মিয়া মুসলিমরা লোওয়ার আসাম দখল করতে চান? আমরা কখনোই তা হতে দিবো না। কখনোই না।‘
হিমন্ত শর্মা আরও বলেন, বিরোধীরা মাইনরিটি ভোট দখল করুক। আমি সেই প্রতিযোগিতায় নেই।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আসামে `মিয়া‘ শব্দটি বাংলাদেশ থেকে যে মুসলিমরা গিয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি বলে মূলত বোঝানো হয় যে তারা অবৈধ অভিবাসী।
দুইদিন আগেই এক মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন হিমন্ত। তিনি বলেন, বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের কেউ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেননি। হিন্দুরা বাংলাদেশে আছেন এবং (টিকে থাকতে) তাঁরা লড়ে যাচ্ছেন। গত এক মাসে কোনো একজন হিন্দু ব্যক্তি ভারতে অনুপ্রবেশে চেষ্টা করছেন বলে ধরা পড়েনি।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর আগে আসামের বিরোধী দলীয় নেতা অখিল গরগোই অভিযোগ করেছিলেন ২০০২ সালে গুজরাটে মোদি সরকারের মতো কাজ করতে যাচ্ছে।