পাকিস্তানে বেড়েই চলেছে হত্যাযজ্ঞ, যা বলছেন প্রধানমন্ত্রী
পাকিস্তানের বেলুচিস্তানে গত তিন দিনে বন্দুক হামলায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্কুলভ্যানে হামলার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে চাপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ মঙ্গলবার তিনি বলেছেন, কঠোরভাবে এই সন্ত্রাস দমন করা হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আজ ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, এখন সন্ত্রাসবাদ উপড়ে ফেলার সময়। এটি নির্মূলে নিরাপত্তা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করবে সরকার।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তিনি বলেন, ‘যারা পাকিস্তানের পতাকা ও সংবিধানকে স্বীকৃতি দেয় শুধুমাত্র তাদের জন্য্ আলোচনার দরজা খোলা। তবে সন্ত্রাসীদের জন্য কোনো জায়গা নেই।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
গত কয়েকদিনে বেলুচিস্তানে বেসামরিক, পুলিশসহ অনেককে লক্ষ্যবস্তু করা হয়েছে। সর্বশেষ গতকাল একটি এলাকায় বাস থেকে পরিচয় যাচাই করে নামিয়ে ২৩ জনকে হত্যা করা হয়েছে। পৃথক এক হামলায় ১০ জনকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস