রেলমন্ত্রীর ছেলেসহ ৭৪ জনকে আসামি করে পৃথক ২ মামলা

রাজবাড়ী প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৪, ১৬:৫৬
শেয়ার :
রেলমন্ত্রীর ছেলেসহ ৭৪ জনকে আসামি করে পৃথক ২ মামলা

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য মিতুল হাকিম সহ ৭৪ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার রাজবাড়ীর পাংশা আমলী আদালতে পৃথক মামলা দুটি দায়ের করা হয়।

জানা গেছে, মিতুলসহ ৫৭ জনকে আসামি করে মামলা করেন রাজবাড়ীর পাংশা আমলী আদালতে গুধিবাড়ী গ্রামের মোন্তাজ আলী খানের ছেলে মো. নাসির উদ্দিন খান।  

আপরদিকে, পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসসহ ১৭ জনকে আসামি করে দায়ের করেন পাংশার চর দুর্লভদিয়া গ্রামের মৃত আমজাদ হোসেন খানের ছেলে মো. রোকন খান। 

এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্যা বলেন, ‘নাসির উদ্দিন খানের দায়ের করা মামলা পিবিআই ও মো. রোকন খানের মামলাটি রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।