মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার হয়নি
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার বা আটক হননি। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে গতকাল এবং আজ বুধবার খবর প্রকাশিত হয়। গতকাল ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ তাকে আটক কিংবা গ্রেপ্তার করেনি। অন্যকোন সংস্থা আটক বা গ্রেপ্তার করেছে কিনা তা তাদের জানা নেই।
এদিকে পুলিশের এ ধরনের অফিশিয়াল ভাষ্যের পর প্রশ্ন উঠেছে তাহলে মোহাম্মদ এ আরাফাত কোথায়। তিনি কি সত্যি সত্যিই গ্রেপ্তার হয়েছেন নাকি গ্রেপ্তার হননি এ প্রশ্নটিও করা হচ্ছে কোন কোন পক্ষ থেকে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মোহাম্মদ এ আরাফাত। পরে গুঞ্জন ওঠে তিনি ঢাকাস্থ ফরাসি দূতাবাসে আশ্রয় নিয়েছেন। তবে ফরাসি দূতাবাস এ দাবি নাকচ করে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত ১২ আগস্ট মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ আসে। মোহাম্মদ এ আরাফাত নিজের প্রতিষ্ঠিত ‘সুচিন্তা ফাউন্ডেশন’-এর ব্যানারে নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বাধীন সরকারের প্রচারণার কাজ করে আলোচনায় আসেন। এ ছাড়া টেলিভিশন টকশোতেও তিনি আওয়ামী লীগের হয়ে কথা বলতেন।
গত বছরের ১৭ জুলাই তিনি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি এমপি হওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?