গাজী টায়ারে আগুনের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৪, ১৫:৪৬
শেয়ার :
গাজী টায়ারে আগুনের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট হামিদুর রহমানের নেতৃত্বে আট সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন শেষে তদন্ত কমিটির কথা জানান জেলা প্রশাসক মাহমুদুল হক।

তিনি বলেন, ‘দ্রুত ভবনের ভেতরে উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিস। পাশাপাশি তালিকাকরণে অনুসন্ধান সেল গঠন করা হবে।’

গত রবিবার রাত ১০টার দিকে কারখানাটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে দুপুর থেকে চলে লুটপাট। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান ফায়ার সার্ভিস। গাজী টায়ারের ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি ঝুকিপূর্ণ হওয়ার ধসে পরার শঙ্কা রয়েছে।

এদিকে, কারখানার সামনের ফটকে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ভিড় দেখা গেছে। করছেন আহাজারিও।