ষষ্ঠ দিনের মতো গণত্রাণ সংগ্রহ চলছে টিএসসিতে
টিএসসির মূল ফটকের সামনে গণত্রাণ সংগ্রহ চলছে। ছবি: সংগৃহীত
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত গণত্রাণ সংগ্রহ কর্মসূচি ষষ্ঠ দিনের মতো শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে ‘গণত্রাণ কর্মসূচি’ ব্যানারে টিএসসিতে এ কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় শিক্ষার্থীদের। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও এর মাঝেই চলছে ত্রাণ সংগ্রহের কার্যক্রম।
গণত্রাণ সংগ্রহের ষষ্ঠ দিনেও প্রাইভেট কার, সিএনজি, রিকশা, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে মানুষদের আসতে দেখা যায়। তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার উদ্দেশ্যে টিএসসিতে উপস্থিত হয়েছেন। এদের মধ্যে অনেককে নগদ অর্থ দান করতেও দেখা যায় ।
প্রসঙ্গত, এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, সোমবার ৫ম দিন সন্ধ্যা ৬টা অব্দি সংগৃহীত অর্থের পরিসংখ্যান প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে জানানো হয়, আজ মোট সংগ্রহ হয়েছে ১ কোটি ৯ লক্ষ ৬৮ হাজার টাকা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?