টুটুলের ভক্তদের জন্য সুখবর

বিনোদন প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৪, ১২:২৭
শেয়ার :
টুটুলের ভক্তদের জন্য সুখবর

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী এস আই টুটুল। ব্যস্ত আছেন স্টেজ শো আর কর্মজীবন নিয়ে। তাই নতুন গানে খুব একটা পাওয়া যায় না এই শিল্পীকে। তবে টুটুলের ভক্তদের জন্য আছে সুখবর।

খুব শিগগিরই কাওয়ালি গান নিয়ে হাজির হচ্ছেন এস আই টুটুল। শিরোনাম ‘পিপাসার পানি’। এর কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী, সুর করেছেন মুরাদ নূর আর সংগীতায়োজনে আছেন মুশফিক লিটু।

এস আই টুটুল বলেন, ‘কাওয়ালি গান খুব একটা গাওয়া হয়নি। অনেক বছর আগে হুমায়ূন আহমেদের কথায় একটি গান করেছিলাম। এবার মুরাদ নূরের সুরে “পিপাসার পানি” গাইলাম। শহীদুল্লাহ ফরায়জীর কথায় চার-পাঁচ বছর আগে গানটি গেয়েছিলাম। কিন্তু করোনা মহামারির কারণে গানের কাজটি শেষ করতে পারিনি। অবশেষে গানটি তৈরি হয়েছে। সবার চেষ্টায় দারুণ একটি গান হয়েছে। আশা করি, গানটি সবার পছন্দ হবে।’

গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী বলেন, ‘আমি কখনোই কাওয়ালি গান লিখিনি। মুরাদ নূরের অনুরোধে গানটি লেখা। এরপরই আমরা পরিকল্পনা করি এস আই টুটুলকে দিয়ে গানটি গাওয়ানোর। শেষ পর্যন্ত তার কণ্ঠেই গানটি প্রকাশ হতে যাচ্ছে।’

জানা গেছে, চলমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে গানটি নূর ক্রিয়েশনস এবং এস আই টুটুলের অফিশিয়াল ফেসবুক পেজসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশ হবে।