পর্দায় নজরুলের নায়িকারা

নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৪, ০০:০০
শেয়ার :
পর্দায় নজরুলের নায়িকারা

একদিকে তিনি বিদ্রোহী, সাম্যবাদী, রণাঙ্গনের বীরসেনানী। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সৌন্দর্যের কারিগর। তার রচিত গল্প, কবিতা ও উপন্যাস নিয়ে নির্মিত নাটক-সিনেমায় অনেক তারকাই পর্দায় হাজির হয়েছেন। জাতীয় কবির প্রয়াণ দিবসে নজরুলের নায়িকাদের নিয়ে লিখেছেনÑ জাহিদ ভূঁইয়া

নজরুল রচিত গল্প, উপন্যাস আর কবিতা নিয়ে নির্মিত হয়েছে অসংখ্য চলচ্চিত্র ও নাটক। জাতীয় কবির একেকটি গল্পের নায়িকা একেকরকম রহস্যময়। তারা দুঃখ সইতে পারে, কিন্তু অপমান নয়। আর সে কারণে নজরুলের নায়িকা চরিত্রগুলোর মধ্যে রয়েছে হাজারো বাঁক পরিবর্তনের দিক। টেলিভিশনে বিভিন্ন সময় অভিনেত্রীরা নজরুলের নারী চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন। তাদের মধ্যে আছেনÑ তারিন জাহান, রুমানা রশীদ ঈশিতা, সুমাইয়া শিমু, নাদিয়া আহমেদ, জাকিয়া বারী মম, ফারহানা মিলি, অপর্ণা ঘোষ, স্বাগতা, মিম মানতাসাসহ অনেকে। চলচ্চিত্রে নজরুলের নায়িকা হয়ে হাজির হয়েছেন রোজিনা, মৌসুমী, পূর্ণিমার মতো জনপ্রিয় তারকারা।

২০০৫ সালে নজরুলের ছোটগল্প ‘রাক্ষুসী’ অবলম্বনে নির্মিত একই নামের সিনেমা মুক্তি পায়। পরিচালনা করেন মতিন রহমান। প্রধান চরিত্রে অভিনয় করেন রোজিনা, পূর্ণিমা ও ফেরদৌস। পূর্ণিমা বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমার প্রিয় কবিদের মধ্যে অন্যতম। তার যে কোনো ধরনের রচনা আমি মুগ্ধ হয়ে পাঠ করি। আর সেখানে কাজ করার সুযোগ পেয়েছি। এটি আমার ক্যারিয়ারের অনন্য অর্জন বলে মনে করি।’ নজরুলের বিরহী নায়িকা কাজরী চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি। নাটকের নাম ‘বাদল বরিষণে’। পরিচালনা করেন কৌশিক শংকর দাস। মিলি বলেন, ‘কাজরী চরিত্রটি আমার মন ছুঁয়ে গেছে। কবি নজরুল বাংলার বিরহী নায়িকার এক অপূর্ব ছবি এঁকে গেছেন এ চরিত্রের মাধ্যমে। এমন চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হয়েছে।’ নজরুলের ‘শিউলিমালা’ গল্প অবলম্বনে নির্মিত নাটকে একাধিকবার অভিনয় করেছেন তারিন জাহান। তিনি বলেন, ‘তার লেখা গল্পের নাটকে চরিত্র রূপায়ণের ক্ষেত্রে অনেক বিষয় মাথায় রেখে কাজ করতে হয়। শুধু অভিনেত্রী বা অভিনেতাকে চরিত্রায়ণের ব্যাপারে সতর্ক থাকতে হয় এমনটি নয়, পুরো শুটিং ইউনিটকে সময়, কাল এবং স্থান সম্পর্কে সচেতন থাকতে হয়। নজরুলের নাটকে বেশকিছু প্রতিবাদী নারী চরিত্রও আছে। কিন্তু আমরা সেগুলো পর্দায় দেখতে পাই না। এসব গল্প নিয়ে আরও বেশি বেশি কাজ করা উচিত বলে মনে করি।’

নজরুলের গল্প নিয়ে নির্মিত নাটকের বেশ কয়েকটিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া। তিনি বলেন, ‘আমি নজরুলের মৃত্যুক্ষুধা, বাঁধনহারা, মেহের নিগার, মেজবউ নাটকের নায়িকা হয়ে বিভিন্নভাবেই নিজেকে আবিষ্কার করতে পেরেছি। বিশেষ করে নজরুলের সেই সময়কার নারী চরিত্রগুলোকে। এজন্য নজরুল সাহিত্যের প্রতি অন্যরকম আগ্রহ রয়েছে আমার।’ সুমাইয়া শিমু নজরুলের গল্প নিয়ে নির্মিত অনেক নাটকে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘বাঁধনহারা, রিক্তের বেদন, শিউলিমালা নাটকগুলোর মধ্যে বিশেষভাবে মনে পড়ে রিক্তের বেদন নাটকের কথা। এতে এক আরবের বেদুইন রমণীর চরিত্রে অভিনয় করেছি। নাটকটির বেশির ভাগ দৃশ্যেই আমাকে কালো বোরকা পরতে হয়েছে। একে তো কালো পোশাক, অন্যদিকে চৈত্র মাসের কাঠফাটা রোদ। এত কষ্ট করেছি একমাত্র সাহিত্যপ্রীতির জন্য।’ অভিনেত্রী অপর্ণা ঘোষ বিদ্রোহী কবির লেখার ভক্ত। তিনি নজরুলের চিঠি কবিতা নিয়ে নির্মিত নাটকে অভিনয় করেছেন। অপর্ণা বলেন, ‘আমি নাটকটিতে অভিনয় করার আগে চিঠি কবিতা একাধিকবার পড়েছি। শৈশব প্রেমের অসাধারণ প্রেমকাহিনি নিয়ে এর প্রেক্ষাপট। এক সময় আমি কবিতার বীনু চরিত্রে নিজেকে ভাবতাম। বীনু চরিত্রে অভিনয় করে নিজেকে ধন্য মনে হয়েছে।’

জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী জাকিয়া বারী মমর অভিনয়ের শুরুটাই হয়েছিল নজরুলের গল্প নিয়ে নির্মিত নাটকের মধ্য দিয়ে। তিনি বলেন, “যখন জানতে পারি জাতীয় কবির ‘মেহের নিগার’ গল্প নিয়ে নাটক পরিচালনা করবেন মিনহাজুর রহমান আর আমি সেখানে নাম ভূমিকায় অভিনয় করব, তখন বেশ ভড়কে গিয়েছিলাম। অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর অনেকবার মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করতে থাকি গল্পটি। কিন্তু কোনো লাভ হয়নি! প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়াতে গিয়ে খুব স্নায়ুচাপে ছিলাম। যদিও সেদিন সহশিল্পী জাহিদ হাসান ভাইসহ ইউনিটের সবাই অনেক সহযোগিতা করেছিলেন।’