জাতীয় কবির প্রয়াণ দিবসে আয়োজন
আজ ১২ ভাদ্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেল আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। বাছাইকৃত কয়েকটির খবর তুলে ধরা হলো...
এনটিভি : দুপুর ১টায় প্রচার হবে নাটক ‘গভীর নিশীথে’। নজরুলের গান অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয়ে ইন্তেখাব দিনার, আজমেরী হক বাঁধন, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রয়েছে আলেখ্যানুষ্ঠান ‘নজরুল চিরন্তন’।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
মাছরাঙা টেলিভিশন : রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘কালো হরিণ চোখ’। নজরুলের ‘বাদল বরিষণে’ গল্প অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন বিষ্ণু ঈয়াস, পরিচালনায় সীমান্ত সজল। অভিনয়ে করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, জয়রাজ প্রমুখ।