গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ: সালাউদ্দিন আহমেদ
সকলকে সঙ্গে নিয়ে সার্বভৌম ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পলাশের বাড়িতে গিয়ে এ কথা বলেন তিনি।
সালাউদ্দিন আহমেদ বলেন, ‘শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। যে বাংলাদেশে মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার সমুন্নত থাকবে। দেশবাসীকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ সে বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ পলাশের মা, স্ত্রী ও তার মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। বিএনপি তথা তারেক রহমান শহীদ পলাশের শিশুটির পড়াশোনা ও তার পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা সবসময় তার পাশে থাকব। খোঁজখবর রাখব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘রক্তাক্ত বাংলাদেশের মাধ্যমে শহীদরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামাজিক সুমর্যাদার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ।’
তিনি বলেন, ‘প্রতিটি বিপ্লবের পর একটি প্রতি বিপ্লবের সম্ভাবনা থাকে। সেই প্রতি বিপ্লব যারা ঘটাতে চেয়েছে সেই ফ্যাসিবাদী শক্তি বিদেশে বসে তারা প্রথম দফায় ব্যর্থ হয়েছে। তারা মাইনরিটি ধুমা তুলেছিল হিন্দু নির্যাতনের ধুমা তুলেছিল যেটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। যারা বিভিন্ন রকম অস্থিরতার পায়তারা করছে বাংলাদেশে প্রতিদিন তা নস্যাৎ করে দিচ্ছে ছাত্র-জনতা। ফ্যাসিবাদী শক্তির অন্তর্ঘাতমূলক তৎপরতা কোনদিনই সফল হতে পারবে না।’
পরে সালাউদ্দিন আহমেদ ভূঞাপুর বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তাফার সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতারা।