‘আমার অনুমতি ছাড়া জড়িয়ে ধরে চুমু খায়’
মালায়ালম তারকা মুকেশ ও জয়সুরিয়ার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন অভিনেত্রী মিনু মুনির। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মুকেশ, মনিয়াননপিলা রাজু, বাবু ও জয়সুরিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, ২০১৩ সালে এক সিনেমার সেটে তাদের শারীরিক ও মৌখিকভাবে নিপীড়নের শিকার হতে হয়েছে।
সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে কীভাবে নারীদের যৌন হেনস্থা করা হয়, তা বেরিয়ে এসেছে সরকারি একটি তদন্ত কমিটির প্রতিবেদনে। এই রিপোর্ট ঘিরে উত্তাল হয়ে উঠেছে কেরালা, যার ঢেউ দেশের অন্যত্রও দেখা গিয়েছে।
কেরালার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে হেমার নেতৃত্বাধীন একটা কমিটি (হেমা কমিটি) মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে নারীদের কাজের পরিস্থিতি নিয়ে পেশ করা রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে এনেছে কেরালার সরকার। সেই রিপোর্টে উঠে এসেছে কীভাবে ‘কাস্টিং কাউচ’ মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে ‘অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে রয়েছে’।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর মধ্যে মিনু মুনিরের অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এনডিটিভিকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘সিনেমার শ্যুটিংয়ের সময় আবার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। আমি ওয়াশরুম থেকে বের হওয়ার সাথে সাথেই জয়সুরিয়া আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে। আমার কোনো সম্মতি ছিল না তাতে। আমি হতভম্ব হয়ে পড়ি এবং সেখান থেকে পালিয়ে যাই।’
মুনির জানান, ‘তার সঙ্গে থাকলে আরও ভালো কাজ পাবো বলে আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আরেকটি ঘটানায় মুনির ইদাভেলা বাবুর বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি মালায়লাম মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। এই অ্যাসোসিয়েশন সদস্য হওয়ার আবেদন করলে তাকে নিজ ফ্ল্যাটে ডেকে হেনস্থা করেন বাবু।
এ ছাড়া কেরালার ক্ষমতাসীন সিপিআই এর বিধায়ক মুকেশের বিরুদ্ধেও অভিযোগ করেছেন মুনির। তিনি বলেন, মালায়লাম ইন্ডাস্ট্রিতে এমন অনেক নিপীড়নের ঘটনা আছে। আমি নিজে সাক্ষী এবং শিকার।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস