টেলিগ্রাম সিইও ‘গ্রেপ্তারের নেপথ্যে’ রহস্যময়ী নারী
জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরোভকে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়ানন এই ধনকুবেরকে অনেক সময় রুশ মার্ক জাকারবার্গ বলেও আখ্যা দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ, টেলিগ্রাম ব্যবহার করে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে। তবে তিনি একা গ্রেপ্তার হননি। সঙ্গে তার প্রেমিকা জুলি ভাভিলোভাও ছিলেন। অনেকে দাবি করছেন, পাভেল গ্রেপ্তার হওয়ার পেছনে জুলিই ভূমিকা রেখেছেন।
বলা হচ্ছে, জুলির ওপর নজর রেখেই পাভেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী।
২৪ বছর বয়সী জুলি দুবাইয়ের একজন ক্রিপ্টো কোচ। ইনস্টাগ্রামে তার ২০ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। ইংরেজি, রুশ, স্প্যানিশ ও আরবি ভাষায় পারদর্শী তিনি। কাজাখস্তান, কিরগিস্তান, আজারবাইজানসহ বেশ কিছু জায়গায় পাভেল ও জুলিকে একসঙ্গে দেখা গেছে। জুলি নিজেই তাদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ফ্রান্সে গ্রেপ্তার হওয়ার আগেও জুলি পাভেলসহ ছবি পোস্ট করেছেন। এখন অনেকের সন্দেহ জুলি ইচ্ছা করেই পাভেলের অবস্থান জানাচ্ছিলেন যেন গোয়েন্দারা তার ওপর নজর রাখতে পারে। কেউ কেউ বলছে তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টও হয়ে থাকতে পারেন।
তবে এখনো জুলিকে নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। গ্রেপ্তার হওয়ার পর স্বজনদের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেননি পাভেলও।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস