ভাটারায় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু
রাজধানী ভাটারা সাইদ নগর এলাকায় ভবন তৈরির জন্য পাইলিং এর কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মোঃ হৃদয় (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়।
আজ সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা মৃতের সহকর্মী মোঃ ইব্রাহিম বলেন, ‘ভবন তৈরির জন্য পাইলিং এর কাজ করার সময় বৈদ্যতিক তারের সংস্পর্শে বিদ্যুৎ স্পৃষ্টে অচেতন হয়ে পড়ে শ্রমিক হৃদয়।’
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর পৌনে একটার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’
মৃত হৃদয় জামালপুর জেলার মেলানদাহ উপজেলার সিরিকাঠ বাইনাবাড়ি গ্রামের কৃষক মোঃ ফরিদের ছেলে। তিনি ভাটারা সাইদ নগরের বাসিন্দা ছিলেন।