প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ লাখ টাকা দিল এসসিবি

অনলাইন ডেস্ক
২৬ আগস্ট ২০২৪, ১২:৪৮
শেয়ার :
প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ লাখ টাকা দিল এসসিবি

অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ লাখ টাকা অনুদান দিয়েছে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি)। গতকাল রবিবার সংগঠনটি ২০ লাখ টাকার চেক প্রদান করে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশের বন্যাকবলিত জেলাসমূহে পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য-সহায়তা প্রদানের লক্ষ্যে এ সাহায্য দেওয়া হয়। সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর- ০১০৭৩৩৩০০৪০৯৩ থেকে এ অনুদান দেওয়া হয়।