ইসরায়েল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৪, ১২:৪৬
শেয়ার :
ইসরায়েল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এতে করে যেকোনো সময় এই সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে রুপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন একটি সময় হামলার এই ঘটনাটি ঘটলো, যখন গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষর করানোর প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

সংঘাতের তীব্রতা কম থাকলেও গত কয়েক মাস ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরে এই উত্তেজনা নতুন করে তীব্রতা পেয়েছে। গতকাল রবিবার ইসরায়েলি ভূখণ্ডে শত শত রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৈরুতে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যার পর থেকেই তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।

হিজবুল্লাহ ইসরায়েলের ১১টি সামরিক অবস্থান লক্ষ্য করে মোট ৩২০টি কাতিউশা রকেট ও অসংখ্য ড্রোন হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় ১০০টি ফাইটার জেট নিয়ে লেবাননে প্রবেশ করে ও হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল।

২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহর পূর্ণমাত্রার যুদ্ধের পর এবারই প্রথম এত উত্তপ্ত হয়ে উঠেছে এই অঞ্চল। ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।