সময় টিভি থেকে ৩ সাংবাদিক চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৪, ১০:১৯
শেয়ার :
সময় টিভি থেকে ৩ সাংবাদিক চাকরিচ্যুত

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি থেকে চাকরিচ্যুত হয়েছেন তিন সাংবাদিক। তারা হলেন, প্রধান বার্তা সম্পাদক মুজতবা দানিশ, চিফ আউটপুট এডিটর লোপা আহমেদ ও অ্যাসাইনমেন্ট এডিটর খান মুহাম্মদ রুমেল।

গতকাল রবিবার সময় টিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে কর্মীদের এ বিষয়ে জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লেখিত তিন সহকর্মী আগামীর পথচলায় আমাদের সঙ্গে থাকছেন না।

উল্লেখ্য, সময় টিভির সম্প্রচার বন্ধ আপাতত বন্ধ আছে। চ্যানেলটির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন আপিল বিভাগ। গতকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন।