তৃতীয় দিনে লক্ষ্মীপুরে ছাত্রদলের ত্রাণ সহায়তা
দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় তৃতীয় দিনের মতো কার্যক্রম পরিচালনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল রবিবার লক্ষ্মীপুরে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের বুকসম পানি ভেঙে দ্বারে দ্বারে যেতে দেখা যায়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা।