এক্সিম ব্যাংক চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৪, ১৯:০৮
শেয়ার :
এক্সিম ব্যাংক চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বিএফআইইউ। আজ রবিবার মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়।

বিএফআইইউ’র এক চিঠিতে বলা হয়, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাছরিন ইসলাম, সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থাকলে তা স্থগিত করা হয়েছব্যাংক হিসাব স্থগিতের কারণে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবে না। এ ছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।ে।