নারীর বিরুদ্ধে অপরাধীদের রেহাই নেই: মোদি
ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-হত্যাকাণ্ডে উত্তাল হয়ে আছে পুরো দেশ। এই হত্যার বিচার ও নারীর নিরাপত্তা নিয়ে রাজপথে নেমে এসেছে লাখো মানুষ। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রবিবার মহারাষ্ট্রের লাখপতি দিদি অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, নারী নিপীড়নে জড়িতরা রেহাই পাবে না। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল আরজি করে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় নজিরবিহীন প্রতিবাদ দেখছে ভারত। দোষীদের শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। কলকাতার তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দিল্লিসহ অন্যান্য রাজ্যেও পালিত হয় ‘মেয়েরা রাত দখল করো’কর্মসূচি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
নরেন্দ্র মোদি বলেন, এমন ঘৃণ্য সহিংসতা ক্ষমার অযোগ্য। সমাজ ও সরকারের দায়িত্ব হচ্ছে নারীদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করা। আমরা এমন অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন করতে যাচ্ছি।‘
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
মোদি বলেন, এর আগে অভিযোগ ছিল যে এফআইআর নেওয়া হয় না। আমরা সেখানে সংশোধন এনেছি। যদি কোনো নারী থানায় যেতে না চায় তবে তিনি অনলাইনে এফআইআর করতে পারবেন। এই এফআইআর কেউ পরিবর্তন করতে পারবে না।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস