ট্রাকচালক হত্যায় সাদেক খানের ১০ দিনের রিমান্ড আবেদন

আদালত প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৪, ১৭:২৮
শেয়ার :
ট্রাকচালক হত্যায় সাদেক খানের ১০ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাকচালক সুজন হত্যা মামলায় ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাদেক খানের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আজ রবিবার এ রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রহমান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে আসামির উপস্থিতিতে রিমান্ডের আবেদনের শুনানি হবে।

এর আগে গতকাল শনিবার রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে সাদেক খানকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল তেজগাঁও থানার নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।