বন্যাদুর্গত এলাকা থেকে তাসরিফ খান ও কিটো ভাইয়ের আহ্বান
কুঁড়েঘর ব্যান্ডের গায়ক তাসরিফ খান সর্বমহলে প্রশংসিত জনহিতকর কাজের জন্য। ২০২২ সালে সিলেটের বন্যায় তার ব্যাপক উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। এবার বন্যায়ও এক মুহূর্ত দেরি না করে গেল বৃহস্পতিবার তিনি ছুটে গেছেন লক্ষ্মীপুর ও ফেনীর দিকে।
বর্তমানে সেখানেই অবস্থান করছেন এই গায়ক। তবে এবার গায়কের সঙ্গে আছেন ‘কিটো ভাই’খ্যাত মাশরুর রাব্বি ইনান। দু’জনের টিম কাজ করছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ বেশ কিছু অঞ্চলে। আর সময় ও ইন্টারনেট সংযোগ পেলেই তারা জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি।
তারই ধারাবাহিকতায় তাসরিফ খান জানালেন, বর্তমানে বন্যাদুর্গত এলাকায় খাবারের পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গায়কের কথায়, ‘ফেনী সদরের ৩নম্বর ওয়ার্ডের মানুষ এখন বন্যার পানিই খাচ্ছে। এটা আজকে দুপুরের (গতকাল শনিবার) কথা বলছি। অন্যান্য জায়গাতেও বিশুদ্ধ পানি আর খাবারের চরম সংকট। আজকে সকাল থেকে আমাদের টিমের সবাই ১টা, ২টা করে টোস্ট বিস্কুট খেয়ে আছি এখন পর্যন্ত। একটু পর আশ্রয় কেন্দ্র থেকে আমরা খাবার পাবো কিছু, তখন খাবো।’
তাসরিফ খান আরও বলেন, ‘আপনারা যতটুকু সম্ভব ত্রাণ এবং বিশুদ্ধ পানি নিয়ে আসুন প্লিজ। বোট আছে, মানুষ রেসকিউ করতে যাচ্ছে। যারা রেসকিউ করতে যেতে পারবেন না বা বোট পাচ্ছেন না তারা লাইফ জ্যাকেট নিয়ে এসে খাবার নিয়ে অন্তত সদরের গলিগুলোতে ঢুকে যান, যত বেশি সম্ভব। বিশ্বাস করুন, মানুষ এখন বিশুদ্ধ খাবার পানি আর ত্রাণের চরম সংকটে আছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট