ঢাকার বাতাস আজ ‘গ্রহণযোগ্য’
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ রবিবার সকালে ঢাকার বাতাসের মান ‘গ্রহণযোগ্য' পর্যায়ে চিহ্নিত হয়েছে। এদিন সকাল ৯টা ৩৮ মিনিটে ৬৮ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান স্থান ৩৫তম।
এদিকে দূষিত শহরের তালিকায় ১৭২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। এ ছাড়া ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, ১৫২ স্কোর নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা ও চিলির রাজধানী সান্তিয়াগো এবং ১৩৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?