দাগনভূঞা আশ্রয়কেন্দ্রে শিশুর জন্ম

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৪, ২৩:৫৮
শেয়ার :
দাগনভূঞা আশ্রয়কেন্দ্রে শিশুর জন্ম

বন্যার পানিতে ভাসছে ফেনীর দাগনভূঞা। বিপদে হাজারো মানুষ। ঘরবাড়ি ছেড়ে তারা আশ্রয় নিয়েছেন উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। তেমনই এক আশ্রয়কেন্দ্রে জন্ম হলো এক শিশুর। গতকাল শুক্রবার দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে শিশুটির জন্ম হয়।

অন্তঃসত্ত্বা অবস্থায় এক নারী এই বিদ্যালয়েই আশ্রয় নিয়েছিলেন। সেখানে অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ছেলে শিশুর জন্ম হয়।

এই সুখবর শুনে উপহার নিয়ে সদ্যজাত শিশুটিকে দেখতে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে ছুটে যান দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা ।

ইউএনও নিবেদিতা চাকমা বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তাদের মধ্যে সন্তানসম্ভবা এক নারীও রয়েছেন। ওই প্রসূতি সন্তানের জন্ম দেন। এটা অনেকগুলো খারাপ খবরের মাঝে আনন্দের খবর।’

ইউএনও আরও বলেন, ‘মা ও শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। শিশুটির জন্য বালিশ, কম্বল, জামা-কাপড় সবই কিনে দেওয়া হয়েছে।’