সালমান-আনিসুল-জিয়াউল ফের রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও চাকরিচ্যুত মেজর জেলারেল জিয়াউল আহসানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের উপস্থিতিতে রিমান্ডের শুনানি হয়। শুনানি শেষে লালবাগ ও নিউমার্কেট থানার দুটি মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ডে পাঠানো হয় সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল হককে।
জানা গেছে, নিউমার্কেট থানার পাপোস দোকানি শাহজাহান আলী (২৪) হত্যা মামলায় গত ১৪ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। একই মামলায় গত ১৭ আগস্ট জিয়াউল হাসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার