সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার
ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাদেক খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওবায়দুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ২২ অগাস্ট মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাদেক খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার