সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৪, ১৯:৩৩
শেয়ার :
সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার

ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাদেক খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওবায়দুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ২২ অগাস্ট মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাদেক খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’