সরকার পতনের পর দেশের হলে প্রথম সিনেমা
বাংলাদেশে এখন ক্রান্তিকাল চলছে। গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে শেখ হাসিনার দেশ ত্যাগের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে দেশের মানুষজন। এমন পরিস্থিতিতে অধিকাংশ সিনেমা হলই বন্ধ রয়েছে। কিছু হল খোলা থাকলেও, দর্শকের দেখা নেই বললেই চলে।
শেখ হাসিনার সরকার পতনের পর গতকাল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন সিনেমা। নাম ‘অমানুষ হলো মানুষ’। দেশের ২১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি।
নির্মাতা মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এতে ডিপজলের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মৌ খান। পাঁচ বছর আগে বড়পর্দায় অভিষেক হওয়া এই নায়িকার তৃতীয় সিনেমা এটি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জানা গেছে, এরই মধ্যে নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মৌ খান। কয়েকদিন শুটিংও করেছেন। নায়িকার কথায়, ‘অনেক দিন তো অপেক্ষা করলাম। এখন থেকে নিয়মিত হব, আর সিদ্ধান্ত নিয়েছি ভালো বাজেট ও পরিচালকের ছবি ছাড়া কাজ করব না। বছরে দুটি হলেও ভালো ছবিতে অভিনয় করতে চাই।’
উল্লেখ্য, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমায় ডিপজল-মৌ ছাড়াও অভিনয় করেছেন বড় দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিমসহ অনেকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট