বন্যার কারণে সাংস্কৃতিক আয়োজন স্থগিত

বিনোদন ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ০৯:৫১
শেয়ার :
বন্যার কারণে সাংস্কৃতিক আয়োজন স্থগিত

দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে পূর্বঘোষিত সকল অনুষ্ঠান স্থগিত করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গতকাল বিকেল ৩টায় কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিয়েছিল ‘জরুরি সংযোগ’ নামে একটি প্ল্যাটফর্ম। বন্যার কারণে সেই কনসার্ট স্থগিত করে সেখানে গানে গানে অর্থ, ওষুধ এবং শুকনো খাবার সংগ্রহের কথা জানিয়েছেন আয়োজকরা।

৭ আগস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের প্রস্তুতি ছিল ছায়ানট কর্তৃপক্ষের। পরে সংগঠনটির সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ছায়ানট মনে করে এই দুর্যোগকালে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রয়োজন।’

অন্যদিকে থিয়েটার অঙ্গনের চলমান সংকট নিয়ে নাট্যকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা ছিল ‘বিক্ষুব্ধ থিয়েটারকর্মীগণ’ নামে একটি প্ল্যাটফর্মের। গতকাল শুক্রবার বিকেলে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে এ আয়োজনে সারাদেশের নাট্যকর্মীদের মিলিত হওয়ার কথা ছিল। তবে বন্যা পরিস্থিতির কারণে এ আয়োজন স্থগিতের কথা জানিয়েছেন ‘বিক্ষুব্ধ থিয়েটারকর্মীগণ’ এর অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আলী হায়দার।

এ ছাড়া কোটা সংস্কার থেকে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ‘লাল জুলাইয়ের কবিতা’ শিরোনামে গতকাল শুক্রবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল ‘সাধারণ আবৃত্তিশিল্পীবৃন্দ’ নামে একটি প্ল্যাটফর্মের। কিন্তু বন্যা পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি স্থগিত করে পরে তারিখ নির্ধারণের কথা জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ ১০ জেলার মানুষ।