তারকাদের যত ভয়
অনেকেরই পোষা প্রাণী আছে। কেউ কেউ তো পোষা প্রাণীকে পারলে সন্তানের মতো ভালোবাসেন। অনেকে আবার নির্দিষ্ট কিছু প্রাণী দেখলে ভয়ে দৌড়ে পালান। এই প্রতিবেদনে জনপ্রিয় কয়েকজন হলিউড তারকার সেসব ভীতির কথাই জানা যাবে...
উডি অ্যালেন
হলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার উডি অ্যালেনের রয়েছে একগাদা ভীতি। কুকুরকে খুব ভয় পান এই প্রবীণ চিত্রনাট্যকার। কুকুরকে ভয় পেতেই পারেন; কিন্তু হরিণের মতো মায়াবী প্রাণীতেও আছে তার ভয়। শুধু কি তাই? তার আছে আরও অদ্ভুত সব ভীতি। ছোট ঘর, সূর্যোদয়, ছোট শিশুদেরও নাকি ভয় লাগে তার। ক্যানসার ব্যাধিও এই চিত্রনাট্যকারের আতঙ্কের একটি বড় কারণ।
নিকোল কিডম্যান
প্রজাপতিকে ভয় পান নিকোল কিডম্যান। একবার এই ভয় ভাঙাতে নিজ উদ্যোগেই হাজির হয়েছিলেন একটি প্রজাপতির জাদুঘরে; কিন্তু নিকোলের সেই চেষ্টা বৃথা গেছে। এখনো প্রজাপতি উড়তে দেখলে ভয়ে কুঁকড়ে যান এই অভিনেত্রী।
ব্র্যাড পিট
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
হলিউডের সুদর্শন অভিনেতা ব্র্যাড পিট সুঠাম দেহের অধিকারী। পর্দায় তাকে দেখলে মনে হয় একাই তিনি ধরাশায়ী করে দিতে পারেন ১০-১২ গুন্ডাকে। আর তার কি না আছে হাঙরভীতি! অবশ্য বুকে যতই সাহস থাকুক, এত বড় শিকারি মাছকে ভয় না পেয়ে উপায় আছে?
শ্যানন এলিজাবেথ
মুরগির মতো নিরীহ প্রাণীকেও কি কেউ ভয় পায়? পায়। এই যেমন শ্যানন এলিজাবেথ। মার্কিন এই অভিনেত্রী শ্যানন মুরগিকে ভয় পান। তাও যেই সেই ভয় না। মুরগিকে যমের মতো ভয় পান তিনি।
জনি ডেপ
‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’ তারকা জনি ডেপের ভয় মাকড়সাকে। আরও একটি অদ্ভুত ভীতি আছে তার। সেটা হলো সং। তার ভাষায়, সং দেখলে মনে হয় মুখোশের নিচে নিশ্চয়ই কোনো শয়তান লুকিয়ে আছে।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
স্কারলেট জোহানসন
সুন্দরী এই অভিনেত্রী তেলাপোকা দেখলেই ১০ হাত দূরে লাফ দেন। ছোটবেলা থেকেই নাকি তার এই ‘তেলাপোকাভীতি’। কবে থেকে বা কীভাবে এই ভয়ের জন্ম, তা মনে করতে পারেন না স্কারলেট।
অরল্যান্ডো ব্লুম
হলিউডের এই তারকা শূকর ভয় পান। আর তার এই ভয়ের সূত্রপাত ‘কিংডম অব হেভেন’ ছবির সেটে। ছবির শুটিংয়ের সময় একবার একটি শূকর হুট করেই কোথা থেকে এসে যেন সেটে ঢুকে পড়ে, আর এদিক ওদিক দৌড়াতে থাকে। সেদিন বড্ড ভয় পেয়েছিলেন ব্লুম। আর সেই থেকেই তার এই শূকরভীতি।
ক্রিস্টেন স্টুয়ার্ট
‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেনের বয়স যখন মাত্র নয় বছর, তখন একবার ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন। পড়ে যাওয়ায় তার কনুই ভেঙে গিয়েছিল। সেই থেকেই ঘোড়াকে ভীষণ ভয় এই তারকার। ক্রিস্টেনের তো তা হলে ঘোড়া ছুটিয়ে কোনো রাজপুত্র আসার স্বপ্ন দেখতেও ভয় লাগার কথা!