ফেনীতে বাড়ির দোতলায়ও পানি, ভাই-বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

অনলাইন ডেস্ক
২৩ আগস্ট ২০২৪, ১৯:৫৬
শেয়ার :
ফেনীতে বাড়ির দোতলায়ও পানি, ভাই-বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

টানা ভারীবর্ষণ এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের ১১টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফেনী জেলা। ফেনী শহরের দোতলায়ও এখন পানির নিচে। তেমনি একজন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত সঙ্গীতশিল্পী পুতুলের ফেনীর বাড়ির দোতলায়ও পানি উঠে গেছে। গায়িকা পুতুল ঢাকা থাকলেও তার বাবা-মায়ের বাড়ি ফেনী শহরের উকিলপাড়ায়। এই বাড়িতে পুতুলের ভাই তার পরিবার নিয়ে থাকতেন। পাশে বড় বোনও থাকতেন। গতকাল বৃহস্পতিবার থেকে ভাই-বোনের খোঁজ পাচ্ছেন না পুতুল!

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পুতুল জানিয়েছেন, তিনি ভাই ও বোনের সাথে যোগাযোগ করতে পারছেন না। গতকাল বৃহস্পতিবার থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তিনি। দুদিন ধরেই ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে নানা সতর্কতামূলক পোস্ট করতে দেখা গেছে পুতুলকে।

ফেসবুকে পুতুল লিখেছেন, ‘ফেনী শহরে আমাদের বাড়ি। সেই বাড়িতে আমার ভাই ভাবী আর তাদের ছোট ছোট দুটো ছেলেমেয়ে থাকে, থাকে ভাড়াটিয়া। ফেনীতেই থাকে আমার সেজো বোনও। তারও দুইটা ছোট বাচ্চা। গতকাল দুপুর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা গেছে। এরপর থেকে আর নেই। তাদের বাড়িতে পানি ঢুকে গেছে। নিশ্চিতভাবেই বাড়িতে নেই তারা। কিন্তু কোথায় আছে কেমন আছে কিছুই জানি না। ভীষণ অসহায়বোধ করছি।’