হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৪, ১০:৫৩
শেয়ার :
হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। খোয়াই নদীর পানি কিছুটা কমলেও সব পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ৯টায় খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে ১৯১ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জে ১৫৩ সেন্টিমিটার ও শহরতলীর মাছুলিয়া পয়েন্টে ১৬৫ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিনদিনের অবিরাম বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পানিতে বন্যা দেখা দেয়। এতে খোয়াই বাঁধের জালালাবাদ ও লস্করপরে ভাঙন দিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিস সূত্র জানায়, জেলার পাঁচটি উপজেলার ২২টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। আট হাজার ২৪০টি পরিবার পানিবন্দি রয়েছে। ৯৬৫ মেট্রিক টন চাল, ১ হাজার ৫৬০ প্যাকেট শুকনো খাবার ও ২৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, ৩৭৩ হেক্টর রোপা আমন বীজতলা, ছয় হাজার ৭২৬ হেক্টর আবাদকৃত রোপা আমন, এক হাজার ৯৪৫ হেক্টর আউশ ও চারশ ৬৮ হেক্টর শাকসবজি নষ্ট হয়েছে। বন্যায় লস্করপরে খোয়াই নদীর ওপর রেলওয়ে ব্রিজ ঝুঁকিপূর্ণ হওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।