এখন ‘কাছে আসা’র নীতি নয়াদিল্লির
দীর্ঘ চার দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পোল্যান্ড সফরে গেছেন নরেন্দ্র মোদি। সেখানে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, একসময় ভারতের পররাষ্ট্রনীতি ছিল সবার কাছ থেকে দূরে থাকা। আর এখন ভারতের নীতি হলোÑ সবার কাছে আসা। বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। আজ তার ইউক্রেনে যাওয়ার কথা রয়েছে। এনডিটিভি।
চার দশক আগে ১৯৭৯ সালে সর্বশেষ ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পোল্যান্ড সফরে গিয়েছিলেন মেরারজি দেশাই। এরপর এই ২০২৪ সালে এসে দেশটিতে সফরে গেলেন মোদি।
প্রবাসী ভারতীয়দের উদ্দেশে দেওয়া ভাষণে মোদি জানান, কেবল পোল্যান্ড নয়, অস্ট্রিয়ায় তার সাম্প্রতিক সফরও ছিল বিগত চার দশকের মধ্যে প্রথম।
আরও পড়ুন:
৬০০ দিন পর কারামুক্ত কাশ্মীরের সাংবাদিক
মোদি বলেন, ‘দশকের পর দশক ধরে ভারতের নীতি ছিল- সব দেশ থেকে দূরত্ব বজায় রাখা। তবে পরিস্থিতির এখন পরিবর্তন হয়েছে, আজ ভারতের নীতি হলোÑ সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা। আজকের ভারত সবার সঙ্গে সংযোগ স্থাপন করতে চায়।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের ভারত সবার সঙ্গে আছে এবং সবার উপকারের কথা চিন্তা করে। আজ বিশ্ব ভারতকে সবাই বিশ্ববন্ধু (সবার বন্ধু) হিসেবে সম্মান করে।’
বিশ্লেষকদের মতে, পোল্যান্ডের মোদির এই সফর ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সঙ্গে জড়িত বিষয়গুলোতে ভারতের ক্রমবর্ধমান অংশগ্রহণের ওপর জোর দেয়। রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ উভয় ক্ষেত্রেই প্রধানমন্ত্রী মোদি শান্তিপ্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি আজ ইউক্রেন সফর করবেন বলে আশা করা হচ্ছে।