গোলান মালভূমিতে হিজবুল্লাহর রকেট হামলা
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের দাবি, লেবানন ভূখণ্ডে ইসরায়েলি হামলার জবাবে তারা এই হামলা চালায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।
সংঘাতের তীব্রতা কম থাকলেও গত কয়েক মাস ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরে এই উত্তেজনা নতুন করে তীব্রতা পেয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গতকাল বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বাকা উপত্যকায় ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন।
জবাবে গোলান মালভূমিতে সামরিক অবস্থানকে লক্ষ্য করে রকেট হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল জানায়, ওই হামলায় দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস