রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ৪

রায়পুরা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ১৪:১৬
শেয়ার :
রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ৪

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুলির আঘাতে আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল বুধবার বিকেল থেকে উপজেলার দূর্ঘম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন আমির হোসেন,জুনায়েদ মিয়া, জোলেখা বেগম ও আনিস মিয়া। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এরশাদ ও হানিফ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল রাতে এরই জের ধরে দুই দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরে। এতে আহতের ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টায় পুনরায় দুই দল অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরলে সে সময় এরশাদ মিয়ার সমর্থিত ৩জন ঘটনাস্থলেই নিহত হন। অপর একজন আনিসকে গুরুতর অবস্থায় নরসিংদীর সদরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

এ বিষয়ে রায়পুরা থানার ওসি মো. সাফায়েত হোসেন পলাশ বলেন, তিনজনের মরদেহ পাওয়া গেছে। আর একজনের লাশ সদর হাসপাতালে রয়েছে বলে শুনেছি। এলাকা এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে।