অন্ধ্রপ্রদেশে ওষুধ কোম্পানিতে বিস্ফোরণ, নিহত ১৭
ভারতের অন্ধ্রপ্রদেশে একটি ওষুধ কোম্পানিতে বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪১ জন। গতকাল বুধবার প্রদেশের আচুতাপুরাম স্পেশাল ইকোনমিক জোনে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই ওষুধ কোম্পানির নাম এসেনশিয়া। কর্মকর্তাদের ধারণা, বিদ্যুৎসংক্রান্ত কোনো গোলযোগের কারণে আগুন লাগে এবং বিস্ফোরণ হয়।
ওই প্ল্যান্টে ৩৮০ জন কর্মী দুই শিফটে কাজ করেন। আহতদের এনটিআর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার বেলা সোয়া ২টার দিকে মধ্যাহ্ণবিরতির সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
স্থানীয় কালেক্টর জানান, ভেতরে ১৩ জন আটকা পড়েছিলেন, তাদের উদ্ধার করা হয়েছে।
আগামীকাল শুক্রবার প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু প্ল্যান্টটি পরিদর্শন করবেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস