‘আমি এখনো ট্রাম্পের চেয়ে তরুণ’

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ১০:৫০
শেয়ার :
‘আমি এখনো ট্রাম্পের চেয়ে তরুণ’

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বয়স নিয়ে খোঁচা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের মঞ্চে তিনি ট্রাম্পের বয়স নিয়ে কথা বলেন।

১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন।  আর ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন। বিল ক্লিনটন ছিলেন ডেমোক্রেটিক পার্টির। আর ট্রাম্প ছিলেন রিপাবলিকান পার্টির। দুজনের জন্ম ১৯৪৬ সালে। সেই হিসাবে দুজনের ৭৮ বছর চলছে।

এবার নিয়ে ১২ বার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ভাষণ দিলেন বিল ক্লিনটন।  নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বিজয়ী হলে তার সঙ্গে কাজ করার জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান ক্লিনটন। ট্রাম্পের প্রসঙ্গে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, তাকে (ট্রাম্প) অন্য দেশগুলোও ভালোভাবে দেখেনি।

 ট্রাম্পের প্রতি অভিযোগ জানিয়ে বিল ক্লিনটন বলেন, তিনি (ট্রাম্প) নিজেই ‘বিশৃঙ্খলা সৃষ্টি করেন’, নিজেই তা ‘কমিয়ে আনেন’।

 বক্তৃতার এক পর্যায়ে তিনি মজা করে বলেন, ‘আমি এখনো ট্রাম্পের চেয়ে তরুণ।’

 তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হতে যাওয়া কমলা হ্যারিস বেশ ভালো করছেন। তাই আমরা সবাই বেশ খুশি। তবে কখনোই আপনার প্রতিপক্ষকে ছোট করে দেখা উচিত হবে না।’