কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন
জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেনকে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। আজ বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে বুধবার সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সমস্ত পদ স্থগিত করা হয়। এর প্রেক্ষিতে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে মোশারফ হোসেনকে কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হলো।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?