ভারতের ঢল-ভারী বৃষ্টিতে পূর্বাঞ্চলে ৯ জেলা প্লাবিত

অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩ ।। ভারত থেকে হু হু করে ঢুকছে পানি ।। তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ।। নোয়াখালীতে ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত

আমাদের সময় ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ০০:০০
শেয়ার :
ভারতের ঢল-ভারী বৃষ্টিতে পূর্বাঞ্চলে ৯ জেলা প্লাবিত

কয়েক দিনের টানা বৃষ্টি আর ভারত থেকে আসা উজানের ঢলে দেশের পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। গতকাল বুধবার হু হু করে পানি ঢোকায় সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে সীমান্তবর্তী ৯ জেলা বন্যাকবলিত হয়েছে। এর মধ্যে ফেনীতে লক্ষাধিক ও মৌলভীবাজারে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গতকাল নতুন করে এসব জেলার গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। এর মধ্যে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট। বন্যার পানিতে তিন জেলায় অন্তঃসত্ত্বা এক নারীসহ তিনজন মারা গেছেন। এদিকে ৩১ বছর পর ভারতের মধ্য ত্রিপুরার ধলাই জেলার বিশাল জলাধার ডুম্বুরের (৪১ বর্গকিলোমিটার) এক দিক থেকে জল যাওয়ার গেট বা ‘স্ল্যাপ গেট’-এর তিনটির মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 ফেনীতে পানিবন্দি লক্ষাধিক মানুষ

স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনীতে। টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি গতকাল বিপদসীমার কয়েক ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে যায় ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার ১২০ গ্রাম। বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। গতকাল বিকাল থেকে মানুষজনকে উদ্ধার করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড কাজ করছে।

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে ফুলগাজীতে মো. রাজু নামে এক তরুণ মারা গেছেন। ফুলগাজী থানার জানান ওসি মো. নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে দক্ষিণ শ্রীপুর পশ্চিম মাথায় মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙনের স্থানে জাল দিয়ে মাছ ধরতে গেলে রাজু পানিতে ভেসে যান। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি একই এলাকার মিজানুর রহমানের ছেলে।

কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আলম জানান, সেনাবাহিনী ও নৌবাহিনীর ২০টি বোট কাজ করছে। আরও বোট বাড়ানো হবে। স্থানীয়রা জানিয়েছে, তারা চরম খাবার সংকটে রয়েছে। বাসিন্দারা এখন বাড়িঘর ছেড়ে জীবন বাঁচানোর জন্য শহরের দিকে ছুটে যাচ্ছেন।

জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান,

এখনো লক্ষাধিক মানুষ পনিবন্দি রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে এবং খাদ্য সরবরাহ করা হচ্ছে।

আখাউড়ায় পানিতে ডুবে অন্তঃসত্তা নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৩০টি গ্রামে তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে পাঁচ শতাধিক পরিবার। পানিতে ডুবে সুবর্ণা আক্তার (২৫) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বীরচন্দ্রপুর গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী।

এছাড়া আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ভবন তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে দুই দেশের যাত্রী পারাপার। বন্দরের সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহী বলেন, উপজেলার ৩০টি গ্রামের ৫২০টি পরিবার পানিবন্দি হয়েছে।

নোয়াখালীতে যুবক নিহত : টানা বৃষ্টি ও মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। গতকাল ঘরে পানি ঢুকে পড়ায় আইপিএসের মেশিন সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কাকন কর্মকার নামে এক যুবক মারা যান। তিনি মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের হারাধন কর্মকারের ছেলে। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এছাড়া টানা বৃষ্টিতে নোয়াখালীতে জোয়ার ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ। বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েকটি এলাকা। জেলার কয়েকটি নিম্নাঞ্চলে অস্বাভাবিক জলাবদ্ধতা দেখা দেওয়ায় ওইসব এলাকার লোকজন পার্শ্ববর্তী বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

কমলগঞ্জে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি : ধলাই নদীর চারটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় উপজেলার প্রায় ১৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চরম দুর্ভোগে রয়েছেন বন্যাকবলিত এলাকার মানুষ।

কমলগঞ্জের ইউএনও জয়নাল আবেদীন বলেন, উপজেলার ৯টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। প্রয়োজনীয় এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে শুকনো খাবার বিতরণও শুরু হয়েছে।

কুলাউড়ায় সহস্রাধিক মানুষ পানিবন্দি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। মৌলভীবাজার পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ জানান, ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়াতে নদনদীতে পানি বৃদ্ধি পেয়েছে।

কুমিল্লায় বিপদসীমায় গোমতীর পানি : কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৬ মিলিমিটার। এতে কুমিল্লা নগরীর অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আরও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। গোমতী নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরার ডুম্বুর জলাশয়ে ভারী বৃষ্টিপাতের ফলে গোমতী নদীর পানিপ্রবাহ বেড়ে বিপদসীমায় পৌঁছেছে। গোমতী নদীর কুমিল্লা অংশের চরগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শত শত বাড়িঘর। এদিকে ত্রিপুরার একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে ডুম্বুর বাঁধের একটি ফ্ল্যাপ গেট খুলে দেওয়া হয়। 

ফটিকছড়ির নিম্নাঞ্চল প্লাবিত : কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুটি পৌরসভাসহ ১৮ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার মানুষ। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক, কাজিরহাট-নাজিরহাট সড়ক, রামগর সেকশন-১ সড়ক, গহিরা-ফটিকছড়ি-হেঁয়াকো সড়কের বেশ কয়েকটি স্থান বন্যার পানিতে ডুবে গেছে। ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, কয়েকটি এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

হবিগঞ্জে বন্যা : হবিগঞ্জের খোয়াই নদীর পানি বেড়ে শায়েস্তাগঞ্জের লস্করপুর ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। গত দুদিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবোর হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, উজানে ভারতের ত্রিপুরায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। ফলে খোয়াই নদীর উৎসস্থলে থাকা ব্যারাজের ৭টি গেটই খুলে দেওয়ায় বন্যা দেখা দিয়েছে।

সাজেকে আটকা ২৫০ পর্যটক : সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন ২৫০ পর্যটক। মঙ্গলবার দুপুরে ভারী বৃষ্টি হলে কাচালং নদী থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইহাট-সাজেক সড়কের বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকায় সড়ক সাত ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় পর্যটকরা আটকা পড়েন। ইউএনও শিরীন আক্তার বলেন, আটকে পড়া পর্যটকদের খবর নেওয়া হচ্ছে। পানি কমে গেলে তাদের ফিরিয়ে আনা হবে।

এদিকে অপরিবর্তিত রয়েছে দীঘিনালার বন্যা পরিস্থিতি। বন্যার পানিতে ডুবে আছে মেরুং ও কবাখালি ইউনিয়নের ৩০ গ্রাম। এদিকে পাহাড়ি ঢলে দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ার রাঙামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ডুবে গেছে মেরুং বাজার।

চাঁদপুরে পদ্মা-মেঘনার পানি বৃদ্ধি : টানা কয়েকদিনের বৃষ্টিতে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর পানি কিছুটা বেড়েছে। গত মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৭১ মিলিমিটার। এতে চাঁদপুর সেচ প্রকল্পের ভেতরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি : টানা বৃষ্টিতে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বাড়ছে। কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ ও শেওলা পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। বিপদসীমার কাছাকাছি রয়েছে অন্য নদীর পানিও। বৃষ্টি অব্যাহত থাকতে পারে শুক্রবার পর্যন্ত। পাউবোর সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, ভারত সীমান্তবর্তী এলাকা হওয়ায় পাহাড়ি ঢলের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

দক্ষিণের ১২ নদীর-পানি বিপদসীমা ছাড়িয়ে: দক্ষিণাঞ্চলের ১২টি নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে আরও দুটি নদীর পানি। গতকাল সন্ধ্যায় এ তথ্য জানিয়ে বরিশাল পাউবোর উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, তবে দক্ষিঞ্চলে এখন পর্যন্ত বন্যার কোনো প্রভাব নেই।

প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা