হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
দীর্ঘদিন চিকিৎসা শেষে রাজধারীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ বুধবার রাত ৮টার দিকে তিনি বাসায় ফেরেন।
এর আগে আজ সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার তখন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন চিকিৎসা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজার উদ্দেশে রওনা হয়েছেন সন্ধ্যা ৭টায়।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?