সিলেটে বাড়ছে নদ-নদীর পানি

সিলেট ব্যুরো
২১ আগস্ট ২০২৪, ২০:৩২
শেয়ার :
সিলেটে বাড়ছে নদ-নদীর পানি

সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বাড়ছে। কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ ও শেওলা পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। বিপৎসীমার কাছাকাছি রয়েছে অন্য নদীর পানিও। টানা দুদিন সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামী শুক্রবার পর্যন্ত।

আজ বুধবার কিছুটা বৃষ্টি কমে এলেও সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, সিলেটে বৃষ্টিপাত কমে এলেও বন্যা পরিস্থিতি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। মূলত ভারত সীমান্তবর্তী এলাকা হওয়ায় পাহাড়ি ঢলের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের পাহাড়ে বৃষ্টি হলে বন্যার সম্ভাবনা বেশি।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের উপসহকারী আবহাওয়াবিদ অমর চন্দ্র তালুকদার জানান, সর্বশেষ সিলেটে ২৪ ঘণ্টায় সিলেটে ৩৬ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টা অর্থাৎ সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ২০৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে। আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।